ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
ছাতক প্রতিনিধি : ছাতক প্রেসক্লাবের সাবেক সভাপতি, মরমী কবি গিয়াস উদ্দিন আহমদ স্মরণে “গিয়াস উদ্দিন উৎসব” ৮ ফেরুয়ারী অনুষ্টিত হবে । এ উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। কবি গিয়াস উৎসব উদযাপন কমিটির উদ্যোগে গত শনিবার বিকালে গোবিন্দগঞ্জ বালুর মাঠে মুজিবুর রহমানের সভাপতিত্ব ও শিক্ষক বাসিত আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেটের মরমী কবি গিয়াসউদ্দিন আহমদ স্মৃতি পরিষদে সভাপতি গীতিকার হিংমাশু বিশ্বাস,বাস্তবায়ন কমিটির আহবায়ক সাবেক উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল,সাধারন সম্পাদক শামীম আহমদ,ঢাকা ব্যাংকের সিলেটের গোয়ালাবাজার শাখার ম্যানেজার ও বাংলাদেশ বেতারের উপস্থাপক আনোয়ার হোসেন রনি, বিটিভি গীতিকার কবি আব্দুল আজিজ চৌধুরী,ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, শিক্ষক মিজানুর রহমান খান, কবি মতিউর রহমান, মনির উদ্দিন নুরী , ময়না মিয়া, হিজরত আহমদ.লাল মিয়া, মনসুর আহমদ, জইন উদ্দিন আহার, সদরুল আমিন আমীন সুহান, জাহাঙ্গির আলম চৌধুরি, শামীম আহমদ তালুকদার এডভোকেট আবুল কালাম আজাদ, স হাসান আহমদ, শাহাব উদ্দিন খান,ফাইম আহমদ, কাওসার আহমদ. লায়েক, কামাল উদ্দিন, ছায়েদ মিয়া, আক্তার হোসেন, কবির আহমদ প্রমুখ।
.
সভায় কবি, সাংবাদিক, গীতিকার, সাহিত্যিক, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবি, ব্যবসায়ি ও সমাজসেবীগন উপস্থিত ছিলেন। সভা শেষে মরমী করি গিয়াস উৎসব পালনের লক্ষে পৃথক পৃথক উপদেষ্টা,বাস্তবায়ন,সাধারন,অর্থ কমিটি,প্রচার-প্রকাশনা,শৃংখলা,বহি বাংলাদেশ কমিটি,ত্রুয়োগ্রাফি নিবাচন কমিটি,গান-শিল্পী নিবাচন কমিটি ,পুথিঁ পাঠ নিবাচন কমিটি,সাজসজ্জা,দামাইল ও জারিগান, আপ্যায়নসহ কমিটি গঠন করেন।এসব গঠিত কমিটির মাধ্যমেই আগামী ৮ফেব্রুয়ারী শনিবার উপজেলার গোবিন্দগঞ্জ প্রাচীনতম বাজারের সামনে বালু মাঠে মরমী কবি গিয়াসউদ্দিন আহমদের লোক উৎসব অনুষ্টিত হবে । এ অনুষ্টানে বাংলাদেশের নামী-দামী সুরকার শিল্পীরা গিয়াস উদ্দিনের লেখা গানগুলো পরিবেশন করবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন বাস্তবায়ন কমিটির নেতা-কমীরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech