ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
মোঃ দুলনমিয়া, জগন্নাথপুর থেকে : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার স্বাধীন বাজারে দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্ভোধন করেন।
.
পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল তাহিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাইয়ুম মোশাহিদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা শুকুর আলী ভূইয়া, ইউনুস মিয়া, আবদুল আহাদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আকলাক মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক কয়ছর রশিদ, হুমায়ুন কবির, রুনু মিয়া, মাষ্টার রাসেল তালুকদার, আবদুল কাইয়ুম, ওলিউর রহমান সাপুর, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাবীব জুয়েল, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানবীর আহমদ প্রমুখ। সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সফল করতে ইয়র্ক আওয়ালী লীগ ইউ কে’র সভাপতি রাকিব আলী গাড়ি বহর নিয়ে মিছিল সহকারে সম্মেলনে অংশ নেন। সম্মেলনে এছাড়াও সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সমর্থক সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা মিছিল সহকারে সম্মেলন স্থলে সমবেত হন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
.
দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান শীঘ্রই কমিটি ঘোষনা করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech