ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮
ফেঞ্চুগঞ্জ উপজেলার পালপাড়ায় অবস্থিত বারাকা পাওয়ার লিমিটেডে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ গোটা প্রতিষ্ঠানটিকে অগ্নিদুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে প্রতিষ্ঠানের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় সার্বিক সহযোগিতা প্রদান করে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস। মহড়ায় বারাকা পাওয়ারের পক্ষে ফায়ার অ্যান্ড সেফটি কমিটির সদস্যরা প্রশিক্ষণগ্রহণ করেন।
তাদের নেতৃত্বে ছিলেন এ কমিটির সিনিয়র সদস্য মো. নুর মিয়া। ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে একদল চৌকস ফায়ার সার্ভিস কর্মী হাতে কলমে বারাকা পাওয়ারের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন। এসময় বারাকা পাওয়ার ৫১ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সর্বস্থরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech