ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে “ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আলো চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অত্র গ্রামের দেশী, বিদেশী সমাজ সেবক ও শিক্ষানুরাগীদের নিয়ে বাগময়না এডুকেশন ট্রাস্ট যাত্রা শুরু করছে। এর ধারাবাহিকতায় ২৯ জানুয়ারি বুধবার দুপুরে বাগময়না ও আটহাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাভোগী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণ পূর্বক আলোচনা সভায় ৫৫ নং বাগময়না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও বাগময়না এডুকেশন ট্রাস্ট এর সদস্য শাহানুর আহমদ শানুরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী হাজী মো. আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র ট্রাস্টের ট্রাস্টি ও রানীগঞ্জ দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাজী কাজী নজরুল ইসলাম নিজামী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র ট্রাস্টের প্রধান উদ্যোক্ততা রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ (মাষ্টার)। এ সময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র ট্রাস্টেও ক্যাশিয়ার মো. লিলু মিয়া, অত্র ট্রাস্টের সদস্য আব্দুল তাহিদ জুয়েল (সাবেক মেম্বার), মো. জিয়াউর রহমান, মো. কাপ্তান মিয়া, আলমগীর মিয়া প্রমুখ।
.
এ সময় অত্র ট্রাস্টের সদস্য মো. রানা মিয়া, রানীগঞ্জ দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মালিক, অত্র ট্রাস্টের সদস্য রিপালী রানী দাশ, মোছা. সুজিয়া বেগম, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহি উদ্দিন ফয়ছল, মোছা .হোসনেয়ারা বেগম, মোছা. রাছনা বেগম, বিউটি রানী, মোছা. শান্তা বেগম সহ বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে ১৫০ নং আটহাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মো. লিলু মিয়ার সভাপতিত্বে ও বাগময়না এডুকেশন ট্রাস্টের সদস্য শাহানুর আহমদ শানুরের পরিচালনায় উপরুক্ত অতিথিগন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দুই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অত্র ট্রাস্টে বাগময়না গ্রামের মো. আব্দুস সামাদ, হাজী কাজী মো. নজরুল ইসলাম নিজামী, কাপ্তান মিয়া, শাহানুর আহমেদ শানুর, মো. লিলু মিয়া, আব্দুল তাহিদ জুয়েল, জিয়াউর রহমান, মো. আলিম আহমদ, মো. শহিদুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, মো. ফেরদৌস আহমদ, মো. শাজানুর মিয়া, আমির উদ্দিন ছোট, মো. আলমগীর মিয়া, মো. রানা মিয়া, মো. পিয়ার মিয়া, মো. আকবর হোসেন, রিপালী রানী দাশ, সুজিয়া বেগম মিলে গ্রামের ঝড়েপড়া শিক্ষার্থী রোধে কাজ করে যাবেন। অত্র গ্রামের শিক্ষা ক্ষেত্রে সকল সাহায্য সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন অত্র ট্রাস্টের সকল সদস্য বৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech