ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে মাছ ধরা নিয়ে মঙ্গলবার দু-পক্ষের সংঘর্ষে নারীসহ ১৬ জন আহত হয়েছেন।আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের স্থানীয় কেউলার হাওরে মাছ ধরা নিয়ে কুবাজপুর গ্রামের ফিরোজ আলী ও এই এলাকার রফু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।
.
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপি সংর্ঘষে উভয় পক্ষের নারীসহ ১৬ জন আহত হন। আহতদের মধ্যে সুহেল মিয়া (৩১), আব্দুল কাইয়ুম (২১), মোজ্জামেল হোসেন, জিলু মিয়া, নজমুল হোসেন, রফু মিয়া, মামুন মিয়া, আবুল হোসেন (৪০), আমিনুল ইসলাম, হামিদুল হক,আকতার হোসেন, সমছু মিয়া ও আমিনা বেগমকে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech