পাগলী মা হলেও বাবা হয় নি কেউ

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

পাগলী মা হলেও বাবা হয় নি কেউ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে এক মানুষিক প্রতিবন্ধী পাগলী মা হলেও বাবা হয় কেউ এনিয়ে উপজেলা জুড়ে তুলপার শুরু হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বাদাম পট্টিতে বাজারের মালি হাফিজ উদ্দিনের বাড়িতে এক পাগলীর মেয়ে সন্তান ভূমিষ্ট হয়েছে। জানাযায়,ঐ পাগলী উপজেলার বাদাঘাট ইউনিয়ন বাদাম পট্টিতে দীর্ঘ দিন ধরে বাজারে অবস্থান করে। এক পর্যায়ে ঐ পাগলী অন্তঃসত্ত্বা হয়ে যায়। পরে মালি হাফিজ উদ্দিনের বাড়িতে থেকে আজ বৃহস্পতিবার সকালে ফুটফুটে একটি মেয়ে সন্তান ভূমিষ্ট হয়েছে। আর এই ডেলিভারির কাজটি করে রাবেয়া বেগম। পরে ঐ পাগলী ও বাচ্চা সহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটি সুস্থ থাকলেও পাগলী মা কিছুটা অসুস্থ রয়েছে বলে জানান কতর্ব্যরত চিকিৎসকগন।

.
এই খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান উপস্থিত হয়ে সার্বিকভাবে খোঁজ খবর নেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান এঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান,ঐ পাগলীর এর পূর্বে আরও একটি লাবিবা(৩ বছর)নামে মেয়ে রয়েছে। এই মেয়েটি একই ভাবে ভূমিষ্ট হলে রাবেয়া বেগম নিজ দায়িত্বে ভরনপোষণ করছে। কিছু দিনের জন্য রাবেয়া বেগম কাছে ঐ শিশুটির দায়িত্ব দেওয়া হয়েছে। সবার সাথে কথা বলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর