জগন্নাথপুরের দোস্তপুর গ্রামে প্রবাসীদের সংবর্ধনা

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

জগন্নাথপুরের দোস্তপুর গ্রামে প্রবাসীদের সংবর্ধনা

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোস্তপুর শাহজালাল (রহ) যুব সংঘ এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রবাসীদের সংবর্ধনা ও গরিব, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

.
অত্র সংঘের সভাপতি ক্বারী মো. আব্দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাজী সাহাব আলী, হাজী মুক্তার আলী, জাবেদ আহমেদ, এনায়ত হোসেন পলাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র সংঘের সহ সভাপতি কবির আহমেদ, সহ সভাপতি রুমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমেদ, জাকির হোসেন বাদশা, সাদি মাহমুদ, আকাশ আহমেদ, আব্দুল শহিদ, বাংলা টিভি জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, সাবেক মেম্বার কাহার আহমেদ, দলিল লেখক দোলাল আহমেদ, শিপুল আহমেদ প্রমুখ।

.
অত্র সংবর্ধনা অনুষ্টানে শিক্ষার্থীদের মধ্যে প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, স্কুল বেগ, বই,খাতা,কলম সহ চারশত ছাত্র/ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন প্রবাসী অতিথিরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থী সহ অত্র সংঘের সকল সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর