ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
ডেস্ক প্রতিবেদন : কানেক্টিং ক্লাস রুমের আওতায় ব্রিটিশ শিক্ষক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সম্মানে বিশ^নাথের ছোট খুররমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান গত ২ ফেব্রুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়।
ছোট খুররমা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তাহির আলীর সভাপতিত্বে ও শ্রাবন্তী গুন মান্টি’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ ডেলিগেশনের টিম লিডার আনা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^নাথ উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, পার্টনার স্কুলের শিক্ষক কারেন্ট টোক।
উপস্থিত ছিলেন নুরুজাহান মোমেরিয়াল ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, কো-অর্ডিনেটর অধ্যাপক এম.এ আজিজ, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক ও স্কুল এ্যাম্বসেডর আব্দুল মালিক রাজু অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, আলহাজ¦ তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আলী, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা কান্ত নাথ, সিরাজুল ইসলাম, শাহাব উদ্দিন, ফখরুল মিয়া, মনিরুজ্জামান মিয়া, রিয়াজ আলী মেম্বার, বাবুল মিয়া, সালিক, বেলাল মিয়া, দিলাল মিয়া, হাবিবুর রহমান, প্রোপ্রার্টি ডেভেলপার ইন ইউকে এন্ড বাংলাদেশ আলী আকবর জেপি, কার্ডিফের শিক্ষক প্রতিনিধি ক্রিস্টিনা রয়, ওয়েলস এর শিক্ষক প্রতিনিধি রেবেকা মুর, মিমন ফিলিপস, নিক্কি ব্যাচ, মাইকেল কবার্নহুগস, লুইস পিজারল্ড, লিয়ারমেরেডিথ, মিলিসা ইবেন্স, মোহাম্মদ শফিক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ছোট খুররমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু লাল গুন।
ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট কো-অর্ডিনেটর পবন মলয়, তসলিমুন্নাহার এবং সুহেল রানা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে ব্রিটিশ ডেলিগেশনের টিম শিক্ষকমণ্ডলী ও ছাত্রীদের সাথে পাঠদান নিয়ে মতবিনিময় করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech