ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি: সারাদেশে ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে গতকাল সোমবার থেকে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে ৬ ছাত্র ও ৬ ছাত্রী অনুপস্থিত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিলেট শিক্ষা বোর্ডের অধিনে জগন্নাথপুরের ৫টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৮ শত ৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। ছাত্র সংখ্যা ৭ শত ৭৩ জন ও ছাত্রী সংখ্যা ১ হাজার ৮৯ জন। এর মধ্যে ২ ছাত্র ও ৫ ছাত্রী অনুপস্থিত। অপর দিকে মাদ্রাসা বোর্ডের অধিনে ২টি কেন্দ্রে ৫শত ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ছাত্র সংখ্যা ৩ শত ১৭ জন ও ছাত্রী সংখ্যা ২ শত ৫১ জন। এর মধ্যে ৪ ছাত্র ও ১ ছাত্রী অনুপস্থিত। পরীক্ষার প্রথম দিন মোট ১২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের ৬ জন ও মাদ্রাসা বোর্ডের ৬ জন।
তথ্যটি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech