ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাচন অফিসার ও রেজিষ্ট্রেন অফিসার স্বাক্ষরিত উপজেলার এক চিঠির মাধ্যমে এক সেট খসড়া ভোটার তালিকা জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া, পাটলী, মিরপুর, চিলাউড়া, হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর শাহারপাড়া, আশারকান্দি, পাইলগাঁও ইউনিয়নের ২০১৯ সালের তুলা ভোটাদের তালিকা প্রত্যেক ইউনিয়নে দেওয়া হয়েছে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী সংশোধনের শেষ দিন।
খসড়া ভোটার তালিকার ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এবং সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যালয়ে উন্মুক্ত রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার নির্বাচন অফিসার ও রেজিষ্ট্রেন অফিসার মো.মুজিবুর রহমান বলেন, খসড়া তালিকায় কোনো নাগরিকের তথ্যে কোনো ভূল বা তথ্য সংশোধন করার প্রয়োজন হলে ৪ ফেব্রুয়ারী মঙ্গলবারের মধ্যে উপজেলা নির্বাচন কমিশনের অফিসে গিয়ে নির্ধারিত ফরমের মাধ্যমে ভূল সংশোধন করতে পারবে। আগামী ১০ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচন অফিসে শুনানীর মাধ্যমে ভূল সমাধান করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech