টাংগুয়ার হাওরে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্ধ

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

টাংগুয়ার হাওরে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিশ হাজার মিটারের অধিক কারেন্ট জাল জব্ধ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১লাখ টাকার বেশি।
জানাযায়,উপজেলার মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাংগুয়ার হাওরে সকালে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টাংগুয়ার হাওরের রওয়া বিল,হাতিরগাদা বিলসহ বিভিন্ন অংশ অভিযান পরিচালনা করে ২০হাজার মিটারের অধিক কারেন্ট জাল জব্দ করেন। এসময় কাউকে আটক করা সম্ভব হয় নি। পরে নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানাজি ভ্রাম্যমান আদালত বসিয়ে জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ফেলার নিদের্শ দেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনাজি জানান,মাছের উৎপাদন বৃদ্ধি ও টাংগুয়ার হাওরের উন্নয়নের স্বার্থে নিয়মবর্হিভূত ভাবে কোন কাজ কাউকেই করতে দেওয়া হবে না। যারা নিয়ম লঙ্গন করতে তাদেও বিরোদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর