ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কালারুকা ইউনিয়নের বিল্লাই গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে জুসেদ মিয়া ও একই গ্রামের গৌছ মিয়ার ছেলে মুক্তাদির আহমদ। শনিবার (৮ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।
জানাযায়,উপজেলার মাধবপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইভটিজিং করে আসছিল বখাটে জুসেদ মিয়া ও মুক্তাদির আহমদ। শনিবার সন্ধ্যায় বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করে বাড়ির লোকজনকে হুমকি দিচ্ছিল বখাটেরা। খবর পেয়ে সহকারি কমিশনার (ভুমি) তাপস শীল ঘটনাস্থলে এসে দন্ডবিধি ৫০৯ ধারায় ৬ মাসের এ কারাদন্ড প্রদান করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech