খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিনের নেতৃত্ব শহরের পুরাতন বাসষ্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের ট্রাফিক পয়েন্টের দিকে যেতে কামার খাল এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল নেতা কর্মীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান সৌরভ, মুমিত ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবীব, জেলা ছাত্র দল নেতা আনোয়ার আলম, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল নেতা মইনুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অন্যায় ভাবে বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে। সরকার বিএনপি নেত্রীকে ভয় পায়। তাকে মুক্তি দিলে সরকারের পতন অনিবার্য । সেই ভয়ে তাকে মুক্তি দিচ্ছে না। তিনি জামিনে মুক্তি পাওয়ার কথা থাকলে স্বৈরাচারী অবৈধ সরকার দেশ নেত্রীকে আটকে রেখেছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে দেশের মানুষ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর