ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
সিলেট নগরের চালিবন্দর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় তীর খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঐ এলাকায় আকস্মিক এক অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করেন।
এসময় তীর খেলার সাথে জড়িতরা পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেয় তীর খেলার অবৈধ স্থাপনা। পরে মেয়রের উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয় উদ্ধার হওয়া তীর খেলার সামগ্রী।
মেয়র আরিফুল হক চৌধুরী স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, যারা অবৈধ তীর খেলার সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্যোগ স্থানিয়দেরই নিতে হবে। স্থানীয়দের প্রশ্রয় ছাড়া এখানে প্রকাশ্যে অবৈধ তীর খেলা কিভাবে হয় সে প্রশ্ন রাখেন তিনি। মেয়র বলেন, নগরের বিভিন্ন এলাকায় ভারতীয় তীর নামক জুয়া খেলার রমরমা ব্যবসা চলছে। যার ফলে সর্বস্বান্ত হচ্ছেন স্কুল, মাদ্রাসা, কলেজ পড়–য়া শিার্থী, দিন মজুর, ুদ্র ব্যবসায়ীরা।
এসবের কারণেই মূলত আইনশৃংখলা পরিস্থিতি অবনতি হয় উল্লেখ করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এসব অপরাধকর্মকান্ডের বিরুদ্ধে নগরের সর্বস্থরের নাগরীকদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, অবৈধ এই তীর খেলার সাথে জড়িতরা যতবড় প্রভাবশালীই হোক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিসিকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech