ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
সিলেটে ছাত্রদলের অভ্যন্তরীন কোন্দলে নিহত সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলার ৯ আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তবে রাজু হত্যার মূল হোতা রকিব ও দিনার এখনো অধরা রয়ে গেছেন।
সোমবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে আসামীপ জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামিরা হলেন- নয়ন, মুস্তাফিজুর রহমান, আরাফাত আহমদ, এনামূল হক, ফরহাদ আহমদ, জুনিয়র নজরুল, একরামূল হক, মামুন আহমদ, আফজল আহমদ।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন রাজুর চাচা দবির আলী।
মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করেন তিনি। এ মামলায় ওই ৯ জনসহ বর্তমানে কারান্তরীণ আসামির সংখ্যা ১২ জন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech