ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : দোয়ারাজাবাজার উপজেলার নাইন্দার হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি পালন করছেন চার কৃষক। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে তারা অনশন শুরু করেন। তাদের প্রতি সংহতি জানিয়ে সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন, কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদ এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরাও অনশনে অংশ নিয়েছেন।
অনশন কর্মসূচি পালন করা কৃষকরা হলেন দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরের কৃষক হাজী আব্দুল জলিল, আব্দুন নূর, আব্দুর রউফ ও আব্দুল জলিল।
অনশনকারী কৃষকরা জানান, দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরে এ বছর ১৭টি প্রকল্পে প্রায় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সরকারি নীতিমালা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি না করে পছন্দের লোক, অকৃষক ও অস্থানীয়দের দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে শুরু থেকেই কাজে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে।
অনশনকারী কৃষক আব্দুল জলিল বলেন, ‘আমি হাওরের বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেছি। কিন্তু তারপরেও দুর্নীতি থামেনি। এই দুর্নীতির প্রতিবাদে ও প্রাক্কলন অনুযায়ী কাজের দাবিতেই আমরা অনশন করছি।’
এদিকে কৃষকদের অনশন শুরুর পর সংহতি জানিয়ে হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের নেতা আসাদ মনি, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি দুর্জয় দাসসহ অনেকে অনশন করছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech