জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে প্রতীক পেলেন মেয়র প্রার্থীরা

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে প্রতীক পেলেন মেয়র প্রার্থীরা

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসের কার্যালয়ে মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপির মনোনীত প্রার্থীসহ ৪জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার। মেয়র পদে উপ-নির্বাচনে প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিম (জগ) ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবিবুল বারি আয়হান (মোবাইল ফোন)। এদিকে প্রতীক পাওয়ার সাথে সাথে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করে দিয়েছেন। আগামী ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর