জামালগঞ্জে পাগনার হাওড়ে এখনো সম্পন্ন হয়নি বাঁধের কাজ

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

জামালগঞ্জে পাগনার হাওড়ে এখনো সম্পন্ন হয়নি বাঁধের কাজ

জামালগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওড়ের ফসল রক্ষা বাঁেধর ৬৯টি পিআইসি রয়েছে। পাগনার হাওড়েরর ২০টি পিআইসির মধ্যে আলোচিত ৩৫নং পিআইসি বিলম্বে সিদ্ধান্ত হওয়ার কারনে এখনো মাটির কাজ শেষ হয়নি। ২৫নং পিআইসির অবহেলার কারনে এর প্রথম ক্লোজার টির এখনো মাটির কাজ রয়েছে অসমাপ্ত। তেমনি ৩৭নং পিআইসি কাজও রয়েছে অসমাপ্ত। এখনো বাঁেধে দেয়া হয়নি বস্তা ও বাঁশ, করা হয়নি ড্রেজিং। ৩২,৩৩ ও ৩৬নং পিআইসিতে দূর্বা ও কলম বন লাগানো হলেও ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩৪ নং বাঁধ ও বেড়ি বাঁধে লাগানো হয়নি দূর্বা ও কলম বন। ২২, ২৩, ২৪ ও ৩৮ ক্লোজার গুলোতে বস্তা বাঁশ ও জিও টেক্সটাইল লাগানো হয়নি। ১০ মার্চ এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩২, ৩৩, ৩৪ ও ৩৬ নং পিআইসি ছাড়া অন্য কোন পিআইসিতে পিআইসির লোক ও শ্রমিকদের কে পাওয়া যায়নি। পিআইসির সভঅপতি ও সদস্যরা বলেন, আমরা অর্থের অভাবে বাঁধের সমুদয় কাজ সম্পন্ন করতে পারতেছি না। শ্রমিকদের কে আমরা মজুরি দিতে পারছি না। উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব রেজাউল কবির বলেন, উপজেলার গড়ে সকল পিআইসির ৯৫% মাটি কাটার কাজ শেষ, এখন দুর্মুজ, ঘাস ও বন লাগানোর কাজ করার কথা। উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, উপজেলার সকল পিআইসির মাটির কাজ প্রায় শেষ। অনেকেই অর্থ ছাড় দেওয়ার দাবি জানাচ্ছে, তৃতীয় কিস্তির টাকা ছাড় দিলে আশা করি সকল বিষয়ে বাঁধের কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর