ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে শাহ আরেফিন (রহ.) ওরস উদযাপন ও পণতীর্থ স্নান উপলক্ষে বারুণী মেলা বন্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। সোমবার (১৬ মার্চ) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় সকলের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. এমরান হোসেন সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ২৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পংকজ দে, ইমাম মোয়াজজিন পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান রায়, বিজয় তালুকদার বিজু, এডভোকেট বিশ্বজিত রায়, বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. এমরান হোসেন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নিয়েছি। তাই সাধারণ মানুষের লোকসমাগম যেন না হয় সে জন্য এ বছরের জন্য শাহ আরেফিন (রহ.) ওরস ও বারুণী মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech