ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, যাদুকাটা নদী ও শিমুলবাগানসহ পর্যটন স্পটগুলোতে জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার রাত ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এ বিষয়ে তার ব্যক্তিগত ফেইসবুক একাউন্ট থেকে ‘একটি জরুরি বিজ্ঞপ্তি’ প্রচার করেন।
ওই বিজ্ঞপ্তিতে তিনি লিখেন, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টাঙ্গুয়ার হাওর, শহিদ সিরাজ নীলাদ্রী লেক, বারেকের টিলা ও শিমুলবাগানে পর্যটক সমাগম নিষিদ্ধ করা হলো।’
.
তাহিরপুরে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় রামসারসাইট খ্যাত টাঙ্গুয়ার হাওর, শহিদ সিরাজ লেক, যাদুকাটা নদী সংলগ্ন বারেকের টিলা ও শিমুল বাগানে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে পর্যটকরা আসতেন। অনেক প্রবাসীও দেশে এসে সপরিবারে এখানে পর্যটনে যান। বুধবারও দলে দলে পর্যটকদের এসব এলাকায় পর্যটন করতে দেখা গেছে। এ অবস্থায় করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন বুধবার রাতে এই সিদ্ধান্ত নিয়েছে।
.
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, প্রাকৃতিক এই মহামারি ঠেকাতে সুনামগঞ্জের পর্যটন এলাকাগুলোতে পর্যটন নিষিদ্ধে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও ভিড় এড়িয়ে চলাচলে আহ্বান জানানো হয়েছে। সবাইকেই সচেতনভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech