সুব্রত দেব ,মাধবপুর(হবিগঞ্জ) থেকে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিয়ালউড়ি গ্রামে এক গৃহবধু একই সঙ্গে ৩ সন্তান প্রসব করেছে। সম্প্রতি ধর্মঘর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনাটি শুনে স্থানীয় লোকজন এক নজর দেখতে গৃহবধুর বাবার বাড়িতে ভিড় জমান। ধর্মঘর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ভিজিটর প্যারামেডিক চিকিৎসক নাইজ খাতুন জানান, উপজেলার শিয়ালউড়ি গ্রামের আব্দুল সালামের স্ত্রী রহিমা খাতুন (২১) এর প্রসব যন্ত্রনা উঠলে লোকজন রহিমা বেগম কে ক্লিনিকে নিয়ে আসে। সকাল সাড়ে আটটার দিকে প্রথম কন্যা সন্তানটি জন্ম হয় । একে একে ৩ টি কন্যা সন্তান জন্ম হয়। নরমাল ডেলিভারি হয়েছে রহিমা বেগমের। মা ও শিশুরা সুস্থ আছে। তবে বাচ্চা গুলোর ওজন একটু কম। রহিমা খাতুন তার শিশুদের নিয়ে বাবার বাড়ি নিজনগর গ্রামে চলে গেছে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন জানান, রহিমা খাতুন ক্লিনিকে প্রথম থেকেই চিকিৎসা ও ডাক্তাদেরর পরামর্শ নিয়েছে। তিনি ও শিশুরা সুস্থ আছেন এটা সু-খবর।