ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
বিশেষ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার বিকেল ৪টার দিকে মহাসড়কের সাতাহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেল ৪টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসির একটি বাস সাতাহাইল এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৬ জন নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তবে, গাড়ি দু’টি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যাওয়ায় এবং সিএনজি অটোরিকশা বাসের নিচে চাপা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি ধারণা প্রকাশ করেন।
ওসি আরও জানান, শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech