ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
নিরাপদ সড়ক চাই-নিসচা’র ২৫তম রজতজয়ন্তী পালন উপলক্ষে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় সিটি পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হলে সেখানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও কেক কেটে রজতজয়ন্তী উদযাপন করা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।
র্যালিতে উপস্থিত ছিলেন নিসচা মহানগরের সভাপতি রোটা. এম ইকবাল হোসেন, সহ সভাপতি ইমানুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সাদেকুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মিয়া মো. রুস্তম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক সোহেল চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, ক্রীড়া সম্পাদক আলামিন খান, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন, মহিলা সম্পাদিক লুসমি তালুকদার, সদস্য আহসান হাবিব, হাকিম মনির চৌধুরী, আলবাব মাহমুদ, বদরুল ইসলাম, ইফতেখার হোসেন সুহেল, কবির আহমদ, মাসরুল-ই-কিবরিয়া, পরিমল পাল, রবিউল ইসলাম, সাদেক আহমদ সুহেল, সানোয়ার হোসেন, শাহ আলামিন, শেখ জাকারিয়া, তৌরিছ মিয়া, উজ্জল মুরাদ, ইয়াছিন আরাফাত সুমন, জাকারিয়া আহমদ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরাণের সভাপতি সৈয়দ আকরাম আল শাহান, নিসচা মহানগরের সদস্য জসিম উদ্দিন, স্বদেশ দাস, জামিল আহমদ, বিদ্যুৎ, আরিফ, জাবের আহমদ, অর্জুন চন্দ, মিজানুর রহমান, অর্জুন কান্ত দাস, নিয়াজ কুদ্দুস খান, মুসলেহ উদ্দিন, তাহিদুল ইসলাম, আবুল বাশার রুমান, খায়রুল আল হাদী, শাকিল আহমদ সবুজ, মুহিবুর রহমান, অপু, রাব্বি, রাসেল, রুকু, রায়হান, জুবের, হোসেন আহমদ, শহিদুল, আব্দুর রউফ, হেলাল উদ্দিন, আজিজ আহমদ, নুর কালাম, মাজেদ, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন, আজিজ চৌধুরী, মাহমুদ, সাকিল হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।
পরে এসএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ বেলুন, শান্তির প্রতীক পায়রা ও কেক কেটে নিসচার ২৫তম রজতজয়ন্তী উদযাপন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিসচা মহানগরের সভাপতি রোটা. এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেলের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সহ সভাপতি ইমানুর রশিদ চৌধুরী।
প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনারোধে নিরাপদ সড়ক চাই দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। নিসচার এই সচেতনমূলক কর্মকান্ডে অনেকাংশে দুর্ঘটনা কমিয়ে এসেছে। আজ নিসচার ২৫তম রজতজয়ন্তী উদযাপন করা হচ্ছে। নিসচা প্রায় ২ যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাওয়ায় নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ নিসচা সিলেট মহানগরের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের সচেতনমূলক কর্মকান্ডে এসএমপি থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এই ধরণের সচেতনমূলক কর্মকান্ড অব্যাহত রাখতে নিসচা সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech