ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮
সিলেট জেলার ১২ উপজেলা প্রেসকাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা নগরের একটি অভিজাত হোটেলে শনিবার সকালে অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা প্রেসকাব সভাপতি কাজী মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসকাব সভাপতি শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় মতবিনিময় সভার শুরুতে সভার লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে বক্তব্য প্রদান করেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসকাব সভাপতি মোঃ আব্দুল আহাদ।
আলোচনায় অংশ গ্রহণ করেন কানাইঘাট উপজেলা প্রেসকাব সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসকাব সভাপতি মোঃ আবুল হোসেন, গোয়াইঘাট উপজেলা প্রেসকাব সভাপতি এম এ মতিন, গোয়াইঘাট উপজেলা প্রেসকাব সাবেক সভাপতি মনজুর আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসকাব সহ সভাপতি এখলাছুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসকাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, জৈন্তাপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মিলাদ জয়নুল, কানাইঘাট উপজেলা প্রেসকাবের অর্থ সম্পাদক মিসবাহুল ইসলাম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসকাবের সদস্য হাসান চৌধুরী, ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন, দৈনিক সিলেট মিরর কোম্পানীগঞ্জ প্রতিনিধি আব্দুলাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ বার্তা প্রতিনিধি মোঃ নুরুল হক, বিয়ানীবাজার উপজেলার সাংবাদিক শিপার আহমদ প্রমুখ।
সভায় সিলেট জেলার ১২টি উপজেলা প্রেসকাবের নেতৃবৃন্দ দক্ষতা ও মান উন্নয়নে উপজেলা প্রেসকাবের সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান, সিলেটের বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়, সিলেটে জেলার প্রবীন ও বর্তমানে দক্ষ সাংবাদিকদের কে সম্মাননা প্রদান, শিক্ষা সফর, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মামলার ক্ষেত্রে সহযোগিতা করণ, সকল প্রেসকাবেব কমিটি নিয়ে সংকলন প্রকাশ, সহ সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিলেট জেলার ১২টি উপজেলা প্রেসকাবের নেতৃবৃন্দের পরবর্তী সভা আগামী ১৫ ডিসেম্বর রোজ শনিবার দুপুর ১২টায় নগরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech