দুর্যোগ মোকাবেলার শিা নিলেন ২৪নং ওয়ার্ডের বস্তিবাসী

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮

দুর্যোগ মোকাবেলার শিা নিলেন ২৪নং ওয়ার্ডের বস্তিবাসী

২৪নং ওয়ার্ডের সাদারপার বিলপাড় এলাকার বস্তিতে ছোটো একটি ঘরে ছেলেমেয়ে নিয়ে বসবাস করেন ৩৫ বছর বয়সি আসমা বেগম। পরিবার চালাতে নিজেও অনেক খাটুনি করেন। কিন্তু আকস্মিক অগ্নিকাণ্ড, ভূমিকম্প বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে কী করতে হবে সেসম্পর্কে তার জ্ঞান ছিল সামান্যই। আসমা বেগমের মতো আরো অন্তত অর্ধশত এর বেশি নারী, পুরুষ ও শিশুকে দুর্যোগ মোকাবেলায় হাতে-কলমে শিা দিলেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২০ জন সদস্য আরো ২০ জন ভলেন্টিয়ারকে সাথে নিয়ে মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবেলার শিা দেন।

সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই প্রশিণ মহড়ায় নেতৃত্ব দেন সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডিভিশনাল অফিসার তনয় বিশ্বাস, ফায়ার সার্ভিসের জেলা অফিসার দিনমণি শর্মা ও ফায়ার সার্ভিস সিলেট স্টেশন অফিসার শিমুল আহমেদ রাফি। “ইউনিসেফের প থেকে উপস্থিত ছিলেন ইমার্জেন্সি অফিসার উম্মে কুলসুম নিপুন।

দুর্যোগ মোকাবেলায় প্রশিণ মোকাবেলায় প্রশিণ মহড়ায় সার্বিক সহযোগিতা করেন ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের কমিউনিটি মবিলাইজার সেগুপ্তা জাহান রাইজা, তানিয়া ইয়াসমিন, জয়নাল আবেদিন ও প্রিয়াংকা দাশ রায় মহড়ার তত্ত্বাবধান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর