আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সিলেটে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সিলেটে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ণ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ৩ ডিসেম্বর সোমবার সিলেটে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শুরু হয়ে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এসে শেষ হবে। সেখানে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা, সাড়ে ১১টায় প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার ও সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়।

দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর