ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮
সাধক পুরুষ শ্রী মদনমোহন রায় (পাগলাবাবা)’র জন্মতিথি আগামী ১২ ডিসেম্বর (২৫ অগ্রহায়ণ) উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নগরের মাছুদিঘীরপারস্থ শ্রীশ্রী গোবিন্দজীউ ও শ্রীমন মহাপ্রভু আখড়া (পাগলা আশ্রম) প্রাঙ্গণে তিনদিন ব্যাপী অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে।
এতে ভারত ও বাংলাদেশের স্বনামধন্য কীর্ত্তনীয়ারা কীর্ত্তন পরিবেশন করবেন।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় শ্রীমদ্ভাগত পাঠ, সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতী, রাত সাড়ে ৭টায় শুভ অধিবাস।
১২ ডিসেম্বর ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন। দুপুর ১টায় শ্রীশ্রী গোবিন্দজীউ ও শ্রীমন মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ। ১৩ ডিসেম্বর যজ্ঞ সমাপন ও দধিভান্ড ভঞ্জন।
এতে ভগবৎভক্তি পরায়ন চৈতান্যানুরাগীর সানুগ্রহ অংশগ্রহণ কামনা করেছেন শ্রীশ্রী গোবিন্দজিউ ও শ্রীমন মহাপ্রভু আখড়া (পাগলা আশ্রম) সংরক্ষণ, উন্নয়ন ও পরিচালনা আহ্বায়ক কমিটির পক্ষে আহ্বায়ক শ্রী অমরেন্দ্র দেব অমর, পূজারী শ্রী দুলন ত্রিপাটী ও সদস্য সচিব শ্রী মিহির দেব। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech