ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
সিলেট ডিস্ট্রিক ট্যাক্সেস বার এসোসিয়েশনের ২০১৯ ইংরেজি সনের কার্যকরী কমিটির নির্বাচন আগমী ২৪ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে রোববার বেলা ২টায় নগরের হাউজিং এস্টেটস্থ এসোসিয়েশনের কার্যালয়ে তফশীল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু তফশীল ঘোষণা করেন।
তফশীল অনুযায়ী রোববার মনোনয়ন ফরম বিক্রি শুরু। মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ও বৈধ তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ডিসেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ ডিসেম্বর ২০১৮ইংরেজি।
ভোট গ্রহণ ২৪ ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিরতীহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
তফশীল ঘোষণার সময় উপস্থিত ছিলেন- সহকারী নির্বাচন কমিশনার প্রভাত চন্দ্র দেবনাথ, সিলেট ডিস্ট্রিক ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মৃত্যুজয় ধর ভোলা, সাধারণ সম্পাদক এডভোকেট এডভোকেট মোহাম্মদ আলী খোকন, এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, এডভোকেট শ্যামল সিনহা, এডভোকেট সমর বিজয় শী শেখর, এডভোকেট হেমেন্দ্র মোহন ভট্টাচার্য, এডভোকেট মোঃ আবুল ফজল, এডভোকেট বিধু ভূষণ ভট্টাচার্য, এডভোকেট ইফতিয়াক হোসেন মন্জু, এডভোকেট মোঃ জহিরুল ইসলাম রিপন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech