ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩
মাধবপুর সংবাদদাতা
২০০৪ সালে মা রসূনবালা সরকারকে হত্যা করে পালিয়ে যান দীপু সরকার। এরপর দীর্ঘ ১৯ বছর বিভিন্ন মাজার ও আখড়ায় ছদ্মবেশে পলাতক ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। মাধবপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে মাধবপুর উপজেলার ফতেগাজী মাজার থেকে দিপুকে গ্রেপ্তার করে।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দিপু উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন সরকারে ছেলে।
মাধবপুর থানার অফিস ইনর্চাজ মো. আব্দুর রাজ্জাক জানান, গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ২০০৪ সালে দীপু তার মা রসূনবালা সরকারকে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech