ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়। রোববার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শনিবার তারিখ রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ থানার মাদক মামলার জিআর নং-৩৭/১৭ মূলে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার সদর থানার উমেদনগর এলাকার বাসিন্দা মৃত শিশু মিয়ার ছেলে মো. আল আমীন (২৫)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech