একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আ.লীগ আবারো মতায় আসবে : ড. মোমেন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আ.লীগ আবারো মতায় আসবে : ড. মোমেন

ডেস্ক প্রতিবেদন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারো মতায় আসবে। তিনি বলেন, আপনারা জনগণের ঘরে ঘরে বর্তমান জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌছে দিন। যাতে করে মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করে। তিনি আগামী নির্বাচনে সিলেট-১ আসনে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিকে সাধারণ নাগরিকসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বুধার দিনব্যাপী নগরের বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বুধবার বিকেলে তাঁর সমর্থনে টিলাগড়-মেজারটিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকারের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সিনিয়র সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, অব. মেজর ইমদাদুল ইসলাম, স্কলার্স হোমের প্রিন্সিপাল অধ্যাপক নাজমুল বারী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. সামাদ, জেলা যুবলীগের অর্থ সম্পাদক অপু তালুকদার, জাহেদুর রহমান চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওলিউল্লাহ বদরুল, গোলাম হাসান চৌধুরী সাজন, ফরহাদ আহমেদ রুমেল, সাইফুল আলম সিদ্দিকী, আমির আলী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিঠু তালুকদার, কামরুল ইসলাম, এম. এ. কাইয়ুম চৌধুরী, সঞ্জয় চৌধুরী সহ প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবার রাতে নগরের ১৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আলী আজগরের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট মো. মোহাইমিন চৌধুরী বাপ্পি ও এ. এস. মুন্নার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ওয়ার্ডের সাবেক সভাপতি শামসুল ইসলাম নুনাই, সহ সভাপতি সাজোয়ান আহমদ, সহ সভাপতি আকবর হোসেন সেলিম, নজমুল ইসলাম এহিয়া, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ, রুহেল আহমদ, আখতার হোসেন, মামুন আহমদ, মুসলিম হোসেন, ইঞ্জিনিয়ার আলী আশরাফ মামুন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, ইমন আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি ওবায়েদ বিন বাসিত সুমন, সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমদ, মোহাম্মদ সাকিব, ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিলাল দাস, শাহিনুর আহমদ, ফারহান আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আবিদ আহমদ।

অপরদিকে মঙ্গলবার রাতে নগরের ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপশহর এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম চৌধুরী ফলিকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শামীম ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, জেলা কৃষক লীগের সভাপতি মুমিন চৌধুরী, বাংলাদেশ বারকাউন্সিলের সদস্য এড. রুহুল আনাম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের শিা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীদার, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী, মতিউর রহমান চৌধুরী মুফতি, মুমিন জায়গীদার, রফিক আহমদ, সাদ উদ্দিন, ইমরুল কায়েছ লোদী, লাভলু বড়–য়া, ২২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহিদ চৌধুরী, সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম চৌধুরী, ইসলাম উদ্দিন আহমদ বাবলু, সাদেক খান, কবির আহমদ, সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও নগরের ৪নং ওয়ার্ড মণিপুরি সম্প্রদায়ের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় মণিপুরি সম্প্রদায়ের প থেকে সেলিনা মোমেনকে উত্তরীয় প্রদান করেন মিসেস সুমিতা সিনহা। মণিপুরি পঞ্চায়েতের অন্যতম শ্রী বেনুভূষণ ব্যানার্জীর সভাপতিত্বে ও রুমকী সিনহার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাওশেক পঞ্চু, মহিলা আওয়ামী লীগ নেত্রী হেলেন আহমদ, মহানগর আওয়ামী লীগ নেতা বেলাল খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কামরুজ্জামান বাবু, যুম্মাষ পরিমল, নাওশেক কান্ত সিংহ, সুমতি সিনহা, নাওশেক রঞ্জনা, দেবীকা দেবী, মাধুরী দেবী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমরান চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা কিশোয়ার জাহান সৌরভ, সায়মন মিয়া, জিয়াউস সালেহীন, সাকি, সৈয়দ মামুন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর