ড. আব্দুল মোমেনের সমর্থনে মহিলা আ.লীগের আলোচনা

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

ড. আব্দুল মোমেনের সমর্থনে মহিলা আ.লীগের আলোচনা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড.এ.কে আব্দুল মোমেন এর সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট নগরের ১৩নং ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শাহনারা বেগমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্যামলী দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, প্রধান বক্তার বক্তব্য রাখেন ড.এ.কে আব্দুল মোমেনের সহধর্মীনি সেলিনা মোমেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, সহ সভাপতি সালমা বাছিত, বিলকিস নুর, মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মারিয়ান আহমদ মাম্মী, হাছনা হেনা, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলার এডভোকেট সালমা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন মাধুরী গোন, সালমা বেগম, হাছিনা বেগম, শিপা বেগম, ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, সাবেক কাউন্সিলর চন্দ্রন রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন, সাবেক মহিলা কাউন্সিলর দিবা রানী দে বাবলী, শামীমা আফছর, সৃজন রীনা বিশ্বাস, অভি, সৈকত, আকাশ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর