ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪
–
জকিগঞ্জের থানাবাজারে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগের মাধ্যমে খালেদ আহমদ নামের এক খামারীর অর্ধশতাধিক মোরগ হত্যার অভিযোগ উঠেছে। রবিবার বিকালে জকিগঞ্জ থানায় এ ব্যাপারে ব্যবস্থা নিতে খালেদ আহমদ বাদী হয়ে থানাবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী জয়নাল আবেদীনকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, বিবাদী জয়নালের সাথে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলছিল। এক পর্যায়ী বিবাদী জয়নাল খালেদ আহমদকে প্রাণনাশের হুমকি সহ তার পোল্ট্রি ফার্মের মোরগ বিষ দিয়ে মেরে ফেলার হুমকি দেন। খালেদ আহমদ বিষয়টি স্থানীয় থানাবাজারের ব্যবসায়ী সহ গণ্যমাণ্যদের অবগত করে রাখেন। আজ সকাল ৯টার সময় খালেদ আহমদ দেখতে পান তাদের পোল্ট্রি ফার্মের ৫০ টি মোরগ মরে পড়ে আছে এবং পাশে থাকা পানির পাত্রে বিষ মেশানোর কারনে পানির রং পরিবর্তিত হয়ে আছে। পাশে ২ লিটারের বোতলে স্প্রে সহ বিষের বোতল পাওয়া যায়। বিবাদী জয়নাল তার ফার্মে আরো ক্ষতি ও তাকে প্রানে মেরে ফেলার আশংকা করে এ বিষয়ের আইনগত প্রতিকার চান।
এ বিষয়ে বিবাদী জয়নাল আবেদীনের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করে পাওয়া যায়নি এবং তার দোকানে গেলে দোকান বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহেদ আহমদ জানান, অভিযোগ পেয়ে সরজমিন পরিদর্শন করেছি। সেখানে বেশ কয়েকটি মোরগ মৃত অবস্থায় দেখা গেছে। তদন্তে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech