দেখুন লাশ দু’টি চিনেন কি না?

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

দেখুন লাশ দু’টি চিনেন কি না?

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দু’টি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। ১৭ ডিসেম্বর সোমবার ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু বরণ করেন।

জানা যায়, কে বা কারা ৯ ও ১৩ ডিসেম্বর ওই দুইজনকে হাসপাতালের বারান্দায় ফেলে রেখে চলে যায়। মেডিকেল কর্তৃপ একজনকে ৯ ডিসেম্বর ৫নং ওয়ার্ডে ও অপরজনকে ১৩ ডিসেম্বর ১১নং ওয়ার্ডে ভর্তি করেন।

১৭ ডিসেম্বর সোমবার চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। ৫নং ওয়ার্ডের রোগী ৭টা ৪০ মিনিটের সময় (স্মারক নং ওমেকহাসি/২০১৮/৬৪১৫) ও ১১নং ওয়ার্ডের রোগী (স্মারক নং ওমেকহাসি/২০১৮/৩৮৩) বেলা ১টা ৩৫ মিনেটের সময় মৃত্যুবরণ করে বলে মেডিকেলের প থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবগত করা হয়।

পরিবারের কাছে লাশ হস্তান্তরে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট কোতোয়ালী মডেল থানা। তারা লাশ দু’টির পরিচয় খুঁজছেন। এব্যাপারে সরাসরি থানায় এসে অথবা ০১৭৮৬-৬৩৬৫৬৫, এসআই চন্দ্রশেখর বড়–য়া ০১৭১১-০৫৯৬০৫ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর