ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর বুধবার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ সিলেট শাখার উপশহরস্থ কার্যালয়ে এ বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সহকারি মহা ব্যবস্থাপক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ব্রাঞ্চ কো-অর্ডিনেটর রাশেদুল ইসলাম শিকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জালালুল আজিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ কোম্পানীর গ্রাহকদের দ্রুত সেবা দেওয়াই আমাদের ল্য। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ কোম্পানি শুরু থেকে গ্রাহক সেবা নিশ্চিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সহযোগীতায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ কোম্পানী দেশের একটি বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। তিনি বলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ দৃষ্টি ভঙ্গি থেকে নয়। সেবা কিভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, এ চেষ্টাই আমরা করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ, উপ-মহাব্যবস্থাপক সালাউদ্দিন আকবর। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মওলদ আহমদ, আলী হোসেন, হুমায়ুন কবির, মো. মাসুদ, জসিম তালুকদার, মাওলানা আব্দুল জলিল, আহমদ হোসেন, আব্দুল ওয়াহেদ ইমরান, আরিফুল ইসলাম, আব্দুল মন্নান, তামিম সুলতান নিশি, আব্দুর রহমান, ফারুক আহমদ, রেদওয়ান আহমদ।
অনুষ্ঠানের শেষে বর্ষ সমাপনী সভাতে মেম্বার অব মিলিয়নার্স কাবের সদস্যদের এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech