নৌকার সমর্থনে সিলেট মহানগর যুবলীগের প্রচারণা

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

নৌকার সমর্থনে সিলেট মহানগর যুবলীগের প্রচারণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. এম. আব্দুল মোমেন ও নৌকা প্রতীকের সমর্থনে সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ বিরাহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এরই অংশ হিসেবে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেট নগরের জিন্দাবাজার, লতিফ সেন্টার, শুকরিয়া, সিটি সেন্টার, মিতালী ম্যানশন, লন্ডন ম্যানশনসহ জিন্দাবাজারের বিভিন্ন বিপনী বিতাগুলোতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

নেতৃবৃন্দ এসময় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারো নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান এবং ২২ ডিসেম্বর সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সিলেট আগমণকে স্বাগত জানিয়ে আলী মাদ্রাসার জনসভাকে সফল করার আহ্বান জানান।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম।

অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা সুবেদুর রহমান মুন্না, জাকিরুল আলম জাকির, রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস, তজম্মুল হক তাজুল, লাহিন আহমদ, আব্দুর রব সায়েম, কলিন্স সিংহ, ইমামুর রহমান লিটন, আমিনুর রহমান সোহেল, ওমর ফারুক, জাহির চৌধুরী, আব্দুল হাফিজ নুর আলী, রূপম আহমদ, হোসেন আহমদ চৌধুরী শাহীন, তারেক হাসান চৌধুরী, হোসেন আহমদ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, হাসনাত চৌধুরী শিপলু, গোলাম মাহমুদ শিপু, আব্বাস আহমদ, সাইদ খান সাদ্দাম, আবুল হোসেন, বাপ্পী দাস, আব্দুল আহাদ, দেওয়ান মুরাদ হাসান, তোফায়েল আহমদ তারেক, আফজল হোসেন, শামীম আহমদ, সেলিম উদ্দিন, তুহিন আহমদ, রানা ঘোষ, আজহার আহমদ সিজিল, নাজিম উদ্দিন রাজন, জামাল আহমদ, রেজাউল করিম হাসান, আমিনুল ইসলাম, প্রসেনজিত দাস, সাঈদ খান সিজান, সাবেল আহমদ, রিপন কোরেশী, কবির আহমদ, তারেক আহমদ, শাহীন আহমদ, গোলজার আহমদ, আব্দুল ওয়াদুদ সোহাগ, রুকন উদ্দিন, জুনায়েদ আল হাবিব, টিপু সুলতান, রাহাত খান, সানজুল শিমুল, ইমরান আহমদ ইমন, মামুন আহমদ, অমিত জিত, আরকান আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর