ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮
আনন্দকণ্ঠ ডেস্ক
শাহরুখ নামেই কাঁপে বলিউড। একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে বলিউডের কিংখান হয়েছেন তিনি। কিন্তু সময়টা এখন বিপরীতমুখী তার। পর পর কয়েকটা সিনেমা তেমন সাড়া ফেলতে পারেনি। গত শুক্রবার মুক্তি পেয়েছেন তার অভিনীত ‘জিরো’ সিনেমাটি। ভেবেছিলেন এবার অগ্নিপরীক্ষায় উৎরে যাবেন তিনি।
কিন্তু না, বক্স অফিস কাঁপাতে পারছেনা ‘জিরো’। ছবিটি যারা দেখেছেন ছবির প্রশংসা করছেন অনেকেই, আসছে নেগেটিভ প্রতিক্রিয়াও। মুক্তির প্রথম দিনে ২০.১৪ কোটি আয় ছিল, দ্বিতীয় দিনে ১৮.২২ কোটি আয় হয়েছে।
শাহরুখ, অনুষ্কা ও ক্যাটরিনা অভিনীত আনন্দ এল রাইয়ের ‘জিরো’ বক্স অফিসে এখনও স্ট্রাগল করছে । সাধারণত প্রথম দিনের চেয়ে দ্বিতী দিনে ছবির আয় বাড়ে। দ্বিতীয় দিনে আয় কমে যায় চিন্তিত শাহরুখ খান।
বলিউডের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, এখন পর্যন্ত জিরো-র মোট আয় ৩৮.৩৬ কোটি টাকা। বড় বড় তারকা অভিনেতা থাকা সত্ত্বেও বক্স অফিসে সিনেমাটি তেমন সফল নয়।
জিরো সিনেমায় শাহরুখ একজন বামনের চরিত্রে অভিনয় করেছেন। বাউয়া একজন বিশেষ চাহিদাসম্পন্ন বৈজ্ঞানিক আফিয়ার (অনুষ্কা) প্রেমে পড়ে। অ্যালকোহলিক অভিনেত্রীর ভূমিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ। সিনেমায় তিঘামাংশু ধুলিয়া, শিবা চাড্ডা ও মহম্মদ জিশান আইয়ুবও রয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech