নির্বাচনে কর্মকর্তাদের নিরপে থাকতে হবে : ইসি মাহবুব

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

নির্বাচনে কর্মকর্তাদের নিরপে থাকতে হবে : ইসি মাহবুব

নিজস্ব প্রতিবেদন
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, কর্মকর্তাদের নিরপেতা বজায় রাখতে হবে। নির্বাচনের নিরপেতা নিয়ে কেউ যাতে আঙ্গুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।

রোববার সকালে সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

এতে সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী ও চার জেলার রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, ভোটার যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর