ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরকে আধুনিক বিশ্বের মত ফ্রি ওয়াইফাইসমৃদ্ধ সবুজ মহানগরী বা ‘গ্রীণ মেগাসিটি’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর।
রোববার বিকেল পৌনে তিনটায় নগরের ইলেক্ট্রিক সাপ্লাই রোডস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি ২২টি পরিকল্পনার কথা তুলে ধরেন। এরমধ্যে রয়েছে- আধুনিক ও নিরাপদ পর্যটন নগরীর হিসেবে গড়ে তোলা, যানজট নিরসনে রিং রোড স্থাপন ও গণপরিবহনের ব্যবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, তরুণদের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন, সিলেট যাদুঘর প্রতিষ্ঠা, কৃষি ভূমি ব্যবস্থাপনা, আধুনিক পূর্ণাঙ্গ চিড়িয়াখানা স্থাপন, স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থা, সড়ক, নৌ, রেল ও আকাশ পথে যোগাযোগ উন্নত ও আধুনিক, কর্মসংস্থানের ব্যবস্থা, তথ্য প্রযুক্তি শিার বিকাশ, নিজস্ব ইতিহাস ঐতিহ্য ভাষা কৃষ্ট ও সংস্কৃতি সংরণ ও উৎকর্ষ সাধন, অত্যাধুনিক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত, ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসন, প্রবাসীদের জন্য বিশেষ সেল গঠন, শিল্প বিনিয়োগে আকৃষ্ট করা, শিল্পায়ন, চা শ্রমিকদের মানোন্নয়ন, স্মশানঘাটের আধুনিকায়ন, উন্মুক্ত পার্ক স্থাপন, নদী ড্রেজিং, জুয়া ও অসামাজিকতা বন্ধ, মাদকের মোকাবেলায় পদপে গ্রহণ, ওসমানী বিমান বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, খেলার মাঠ নির্মান ও প্রশিণসহ একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, সিসিক কাউন্সিলর ও বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদীসহ ২৩ দলীয় জোটের নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech