আমাকে গ্রেফতার করুন, নেতাকর্মীদের ছেড়ে দিন : পুলিশকে মুক্তাদির

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

আমাকে গ্রেফতার করুন, নেতাকর্মীদের ছেড়ে দিন : পুলিশকে মুক্তাদির

নিজস্ব প্রতিবেদন
নেতাকর্মীদের ছাড়িয়ে নিজে কারাবরণ করতে চান সিলেট-১ আসনে ঐক্যফ্রন্ট মনোনীয় বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। পুলিশকে অনুরোধ করে তিনি বলেন, আমাকে গ্রেফতার করুন, নেতাকর্মীদের ছেড়ে দিন।

নির্বাচনী প্রচারণার শেষদিনে পুলিশ-বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ‘সরকারদলীয়’ মনোভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

তিনি জানান, নির্বাচন বানচালের ‘সরকারদলীয়’ এজেন্ডা বাস্তবায়নে তার নেতাকর্মীদের গ্রেফতার করছে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় তার কাজীবাজারস্থ বাসায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে এমনটিই জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে নির্বাচন একটি পবিত্র প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ তাদের আমানত ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিঢি নিয়োগ করেন। কিন্তু বর্তমান সরকার গত ১০ বছরে জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে। বর্তমান নির্বাচনে তাদের অবস্থান নেই জেনে বিএনপিকে মাঠছাড়া করতে তারা আমাদের সেন্টার কমিটির সদস্যদের, নেতাকর্মীদের গ্রেফতারের পাশাপাশি তাদের বাবা-মাকে শাষিয়ে যাচ্ছে।’

তিনি জানান, ‘আজ ছিলো আমার নির্বাচনী প্রচারণার শেষ দিন। বন্দরবাজারে গণোসংযোগ ও পথসভা চলাকালে কোন কারণ ছাড়াই পুলিশ বন্দুক তাক করে লাঠিচার্জ করে আমার অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অনেক আইনজীবী, সাধারণ জনগণ, মার্কেটের ব্যবসায়ীসহ যাদের সাথে আমার ছবি কিংবা যারা আমার সাথে কথা বলেছে তাদের গণহারে গ্রেফতার করা হয়েছে।’

তিনি জানান, ‘আমি পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম, তারা কী চায়। তারা যদি চায় আমি প্রচারণা না করতে তবে আমি প্রচারণা করবোনা। কিন্তু পুলিশের ঐ উর্ধ্বতন কর্মকর্তা আমার কথার কোন উত্তর দেননি। পরবর্তীতে যখন পুলিশ আমার নেতাকর্মীকে আটক করে নিয়ে যাচ্ছিল আমি তাদের কাছে গিয়ে বললাম আপনারা তো বিশেষ কোন ব্যক্তিকে জেতাতে কাজ করছেন। তাহলে আমাকে গ্রেফতার করে নিয়ে যান। এদেরকে ছেড়ে দিন।’

তিনি জানান, বর্তমান সরকার তাদের নিশ্চিত পরাজয় জেনে আতঙ্ক ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকার ফাকা মাঠে গোল করতে চাচ্ছে। তিনি সবাইকে ৩০ তারিখ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে সকল অন্যায়, জুলুম-জালিয়াতির জবাব দিতে সবাইকে আহবান জানান।

সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন মহিলা দল নেত্রী সামিয়া চৌধুরী, ফাতেমা জামান রোজী, জাহানারা ইয়াসমিনসহ অন্যান্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর