সিলেট মহানগর থেকে একরাতে ৫৩জন গ্রেফতার

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮

সিলেট মহানগর থেকে একরাতে ৫৩জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন
সিলেটে গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৫৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জিদান আল-মুসা জানান, মহানগর এলাকা থেকে গ্রেফতার ৫৩জন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও নাশকতার অভিযোগ রয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ কাউকে হয়রানী করছে না। যাদের বিরুদ্ধে পরওয়ানা রয়েছে তাদেরকেই শুধু গ্রেফতার করা হয়েছে।

সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেলসহ আটক ব্যক্তিরা বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও নিয়মিত মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে কতোয়ালী থানায় ২০জন, জালালাবাদ থানায় ০১জন, এয়ারর্পোট থানায় ১৫জন, মোগলাবাজার থানায় ৪জন, শাহপরাণ থানায় ০৪জন, দক্ষিণ সুরমা থানায় ০৯জন রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর