ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
সিলেটে গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৫৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জিদান আল-মুসা জানান, মহানগর এলাকা থেকে গ্রেফতার ৫৩জন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও নাশকতার অভিযোগ রয়েছে।
তিনি আরো বলেন, পুলিশ কাউকে হয়রানী করছে না। যাদের বিরুদ্ধে পরওয়ানা রয়েছে তাদেরকেই শুধু গ্রেফতার করা হয়েছে।
সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেলসহ আটক ব্যক্তিরা বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও নিয়মিত মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে কতোয়ালী থানায় ২০জন, জালালাবাদ থানায় ০১জন, এয়ারর্পোট থানায় ১৫জন, মোগলাবাজার থানায় ৪জন, শাহপরাণ থানায় ০৪জন, দক্ষিণ সুরমা থানায় ০৯জন রয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech