ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
প্রশাসনের প থেকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে সিলেট মহানগরকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনতে সব রকম প্রস্তুতি সম্পন্ন।
শুক্রবার সকাল থেকে নগরের প্রবেশ পথ সহ মোড়ে মোড়ে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল চেকপোস্ট বসিয়ে যানবাহনে ব্যাপক তল্লাশি করে যাচ্ছে র্যাব ও পুলিশ। পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী।
মূলত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ল্েযই প্রশাসনের প থেকে নিরাপত্ত জনিত সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মোতায়েন রয়েছে সেনা ও বিজিবি সদস্যরা।
নির্বাচন উপলে সিলেটে মহানগরসহ পুরো সিলেটে শান্তি-শৃঙ্খলা রা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ জনগণের চলাচল নির্বিঘœ করতে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
২৯ ডিসেম্বর দিবাগত মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জীপ, পিক-আপ, কার, বাস, ট্রাক, টেম্পো এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া আজ মধ্যরাত থেকে পহেলা জানুয়ারি মধ্যরাত পর্যন্ত সিলেটে মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পরিচয় পত্রধারী দেশী, বিদেশী পর্যবেকদের েেত্র এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয় পত্রধারী দেশী, বিদেশী সাংবাদিক, নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগের েেত্র এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech