প্রধানমন্ত্রী ও নির্বাচিত সাংসাদদের চেম্বারের পক্ষ থেকে অভিনন্দন

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮

প্রধানমন্ত্রী ও নির্বাচিত সাংসাদদের চেম্বারের পক্ষ থেকে অভিনন্দন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিপুলভোটে নিরঙ্কুশ জয়লাভ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত সকল সাংসদদের অভিনন্দন জানিয়েছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ বাংলাদেশ আওয়ামী লীগের সকল সংসদ সদস্য, সিলেট বিভাগের সকল সংসদ সদস্য ও অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচিত সংসদ সদস্যবৃন্দকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, ব্যবসায়ীরা সরকারের কাছে ব্যবসা বান্ধব পরিবেশ ও নিরাপত্তা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত সরকার দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাবেন। সেই সাথে অর্থনৈতিক দিক থেকে দেশের সম্ভাবনাময় সিলেট অঞ্চলের পর্যটন ও শিল্প খাতের উন্নয়নে নির্বাচিত সরকার বিশেষ নজর দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর