বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সিসিক মেয়র আরিফ

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮

বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সিসিক মেয়র আরিফ

ডেস্ক প্রতিবেদন
নগরীর রামকৃষ্ণ মিশন, দণি সুরমার শিববাড়ী মহামায়া সার্বজনীন পূজা মন্ডপ, সীতারাম সার্বজনীন পূজা মন্ডপ ও আনন্দময়ী পূজা মন্ডপ পরিদর্শন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বুধবার রাতে এসব পূজা মণ্ডপ পরিদর্শনকালে বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালীর একটি অন্যতম উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আড়ম্ভরপূর্ণভাবে এই উৎসবে অংশ নেন। তিনি বলেন, সমাজে এখনও অসুর শক্তির প্রভাব বৃদ্ধমান থাকায় অনেকাংশে নগরের উন্নয়নে বাধার সৃস্টি হয়। তাই এই অসুর শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হওয়ার জন্য পৃথিবীতে সনাতন ধর্মাবলম্বীরা এই বৃহত্তম ধর্মীয় উৎসবে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। তিনি বলেন, সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত সিলেট। আর এই দৃষ্টান্ত যুগ যুগ থেকে সিলেটে বৃদ্ধমান আছে বলেই ধর্ম যারযার উৎসব সবার এই রীতিতে আমরা এগিয়ে চলছি।
পূজা মন্ডপ পরিদর্শনে গেলে এসময় মেয়রকে পূজা কমিটির প থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানানো হয়। রামকৃষ্ণ মিশনের অধ্য স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, পরিতোষ কান্তি কর পিনাক, উজ্জল রঞ্জন চন্দ সহ এসব মন্দির কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর