জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শক দল

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শক দল

ডেস্ক প্রতিবেদন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ৭ সদস্য বিশিষ্ট পরিদর্শক দল রোববার সকাল ৯টায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এম.এ রশিদ এর নেতৃত্বে পরিদর্শক দলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাবিপ্রবির স্কুল অব মেডিকেল সায়েন্সেস- এর ডীন প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের কোষাধ্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মো. সোলেমান খান, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এম জাহাঙ্গীর, ফার্মাকোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খান মোহাম্মদ মোজাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মাসুদুর রহমান।
পরিদর্শক দল অত্র কলেজে পৌছলে কলেজের অধ্য অধ্যাপক মো. আবেদ হোসেন এর নেতৃত্বে প্রতিষ্ঠানের সিনিয়র শিক-চিকিৎসকবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্য অধ্যাপক এ.কে.এম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক আয়েশা আক্তার, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক প্রদ্যোত কুমার ভট্টাচার্য, অবস ও গাইনী বিভাগের প্রধান অধ্যাপক এম.এ সবুর, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক রেজিনা মুস্তারিন, অফথালমোলজি বিভাগের প্রধান অধ্যাপক মুশাহিদ ঠাকুর, অর্থপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক সাইরাস সাকিবা, ডার্মাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক শামিমা আক্তার, এ্যানসথেলিওলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুর রশিদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক খাজা মোহাম্মদ মুইজ, ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক প্রমোদ রঞ্জন সিং, কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আয়েশা রফিক চৌধুরী, ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. বুরহান উদ্দিন, অবস এন্ড গাইনী বিভাগের অধ্যাপক নাদিরা বেগম, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক শাহ জামাল হোসেন, ডার্মোটলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. গুলশানা আরা বেগম, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুল মজিদ মিয়া, সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক পারভীন আক্তার সহ অন্যান্য অধ্যাপক ও বিভাগীয় প্রধানবৃন্দ।
অতঃপর পরিদর্শক দল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত ব্রিফিং এ অংশগ্রহণ করেন। ব্রিফিং শেষে পরিদর্শক দল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং অবকাঠামোতগত সুযোগ সুবিধাসহ বিভিন্ন বিভাগে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, রোগীদের উপস্থিতির হার, সর্বোপরী চিকিৎসা সেবার বিদ্যমান সুযোগ সুবিধা এবং কলেজের শিার পারিপার্শ্বিক অবস্থা ও সুষ্ঠু পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর