অন্ধকার জগত চলচ্চিত্রের শুভ মুক্তিতে সিলেটে শোভাযাত্রা

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

অন্ধকার জগত চলচ্চিত্রের শুভ মুক্তিতে সিলেটে শোভাযাত্রা

আনন্দকণ্ঠ প্রতিবেদন
আগামী ২২শে ফেব্রুয়ারি দেশীয় চলচ্চিত্র ‘অন্ধকার জগত’-এর শুভ মুক্তি উপলক্ষে সিলেট নগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শিল্পী ঐক্যজোট সিলেট বিভাগের উদ্যোগে নগরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রচারণার মাধ্যমে শেষ হয়।

শিল্পী ঐক্যজোট সিলেট বিভাগীয় কমিটির আহŸায়ক যুব সংগঠক শাহীন আহমদের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সদস্য সচিব নায়েক এনামুল ইসলাম, সদস্য নাট্যকার ইমতিয়াজ কামরান তালুকদার, সাংবাদিক আজিজুর রহমান খোকন, কামাল আলী গাজী, মডেল শফিকুল ইসলাম, কামাল আহমদ, উত্তম কাব্য, বাউল শীতন বাবু, মডেল ফারিয়া আক্তার, আক্তার হোসেন প্রমুখ।

আগামী ২২ ফেব্র“য়ারি প্রায় ৮০টির মতো প্রেক্ষাগৃহে গুণী নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্র অন্ধকার জগত মুক্তি পাবে। ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক ডি.এ তায়েব, চিত্রনায়িকা মাহিয়া মাহি, মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজান্ডার বো-সহ আরো অনেকে। গত ১৬ ফেব্র“য়ারি বিএফডিসিতে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত প্রচারণায় ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রটি সিনেমা হলে গিয়ে দেখতে দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পী ঐক্যজোট সিলেট বিভাগের নেতৃবৃন্দ।

সর্বশেষ ২৪ খবর