দরিদ্র পরিবারকে ঘর নির্মাণে গোল্ডেন ড্রীম’র ঢেউটিন প্রদান

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

দরিদ্র পরিবারকে ঘর নির্মাণে গোল্ডেন ড্রীম’র ঢেউটিন প্রদান

যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার বিকেলে দরিদ্র অসহায় একটি পরিবারে ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। নগরের গোয়াইটুলা এলাকার মুক্তা বেগমকে এই ঢেউটিন প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির সিলেট ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জাহানারা খানম মিলন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক আবুল মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়েল আহমদ শেপুল, বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবী আলা উদ্দিন আহমদ মুক্তা, মো. আলা উদ্দিন আহমদ, সোহরাব আহমদ পবলু, মুজিবুর রহমান শিপু, রাসেল আলী, মো. করিম, আব্দুর রহমান জামাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের কৃতি সন্তান সংগঠনের চেয়ারপার্সন কামরুন্নেছা মতিন শোভা আমাদের প্রবাসী ভাই বোনদের সংগঠিত করে সিলেটের দরিদ্র জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দুস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এই সংগঠনের উদ্যোগ প্রশংসার দাবিদার। সভায় বক্তারা সকল প্রবাসী ভাই বোনদের এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের অসহায় দরিদ্রদের কল্যাণে কিছু কাজ করার জন্য উদাত্ব অনুরোধ জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর