সুফি শিল্পী শালীনের নতুন চমক

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৯

সুফি শিল্পী শালীনের নতুন চমক

আনন্দকণ্ঠ প্রতিবেদন

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রকাশিত হয়েছে সুফি শিল্পী শালীন আহমদের নতুন মিউজিক ভিডিও।  ‘সুবহানাল্লাহ’ শিরোনামে বিশেষ এই গানের গীতিকার সুরকার শিল্পী নিজেই।

গানটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ফিল্ম প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

গানটির মিউজিক করেছেন কুক ভোকাল স্টুডিওর সিনিয়র মিউজিশিয়ান স্বনামধন্য কম্পোজার সাদ শাহ, ডিরেক্টর হিসেবে ছিলেন এই সময়ের জনপ্রিয় ফিল্ম ডিরেক্টর এইচ আল হাদি । প্রোডাকশনে ছিল ব্যাকস্ক্রিন ফিল্ম, রেকর্ড লেভেল কুক ভোকাল স্টুডিও।

পাশাপাশি গানটি কুক ভোকাল স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও মুক্তি পেয়েছে।

ইতিমধ্যে গানটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরী করেছে শ্রোতাদের মাঝে। গানটি দেশ-বিদেশে সকল শ্রেণির দর্শক-শ্রোতার মন জয় করবে বলে আশাবাদী শিল্পী শালিন।

সর্বশেষ ২৪ খবর