‘প্রাণ’ ও ‘পুষ্টি’ পণ্যের লাইসেন্স বাতিল

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

‘প্রাণ’ ও ‘পুষ্টি’ পণ্যের লাইসেন্স বাতিল

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি প্রাণ কোম্পানী ও পুষ্টি ব্র্যান্ডের কয়েকটি খাদ্য পণ্য। ফলে ব্র্যান্ড দু’টির লাইসেন্স বাতিল করা হয়েছে।

রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে বিএসটিআই-এর আইনজীবী এমন তথ্য জানিয়েছেন।

প্রাণ হলুদের গুঁড়া ও প্রাণ লাচ্ছা সেমাই এবং পুষ্টি সরিষার তেল পণ্যের লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই।

এছাড়া স্টারশিপ লবণ, মোল্লা সল্ট, ড্যানিশ হলুদের গুঁড়া, সান চিপস, অমৃত লাচ্ছা সেমাই, মিষ্টি মেলার লাচ্ছা সেমাই, ডানকান’স মিনারেল ওয়াটার, নূর স্পেশাল লবণ, দাদা সুপার লবণ, তিন তীর লবণ, তাজ লবণ, জেদ্দা লাচ্ছা সেমাই, ড্যানিশ কারি পাউডারের লাইসেন্স বাতিল করা হয়েছে।

আদালতে দাখিলকৃত বিএসটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বিএসটিআইয়ের পরীক্ষায় ৫২টি পণ্য মানহীন ধরা পড়েছিল। তন্মধ্যে ৪২টি পণ্য পুনরায় মান পরীক্ষার জন্য আবেদন করেছিল। তন্মধ্যে ২৬টি পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বাকি ১৬টি উত্তীর্ণ হতে পারেনি।

এ বিষয়ে বিএসটিআইয়ের আইনজীবী এমআর হাসান সাংবাদিকদের বলেন, ১৬টি প্রোডাক্টের লাইসেন্স বাতিল করেছি আমরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর