ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর’১৮ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলে নগরে জনসচেতনতামূলক এক র্যালি বের করা হয়।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় র্যালিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। ইউনিসেফ এর সহযোগিতায় ও সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল হকের সভাপতিত্বে ও সাঈদ মিলকা’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। এসময় তিনি বলেন, জাতিসংঘের আহ্বানে ২০০৮ সাল থেকে প্রতি বছর ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালিত হয়ে আসছে। তিনি আরও বলেন, বিশ্বে প্রতি বছর ৩৫ লাখ শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। অথচ, গবেষণায় প্রমাণিত হয়েছে, বিশেষ বিশেষ সময় যেমন- খাওয়ার আগে ও ল্যাট্রিন ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস পালনের মাধ্যমে এ আকালমৃত্যু ও জীবানুমুক্ত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তিনি বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস পালনের মূল উদ্দেশ্য সুন্দর অভ্যাস গড়ে তোলা। আমরা চাই আমাদের শিশুরা স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে উঠুক। এ কারণে দেশব্যাপী দিবসটি পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, এক সময় একটি গ্রামে একটির বেশি টিউবওয়েল ছিল না। পুকুরের পানি ব্যবহার করা হতো। কিন্তু এখন প্রতিটি গ্রামে কমপে ৫০টি টিউবওয়েল আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এখন প্রতিটি বাজারে একাধিক টিউবওয়েলে হাত ধোয়ার ব্যবস্থা আছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউনিসেফ সিলেটের মো. আবুল খায়ের, সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ ইনচার্জ নুরুল ইসলাম, সিলেট সার্কেলের আব্দুল আউয়াল, মশিউর রহমান, রতন লাল সাহা, ইউনিসেফ সিলেটের কামরুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের শিক-শিার্থীরা হাত ধোয়ায় অংশগ্রহণ করে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech